জুমবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার জন্য মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল হাসানের (হাসপাতাল ও ক্লিনিক) স্বাক্ষরিত চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ সোমবার গণমাধ্যমকে বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পেয়েছি। যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে, এখন আমরা সেভাবে কাজ করব।
এসময় তিনি জানান, হাসপাতালটিতে এখন করোনাভাইরাস আক্রান্ত কয়েকজন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, সারা বিশ্বের মত বাংলাদেশেও কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব চলছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারীরা এ ক্ষেত্রে সম্মুখযোদ্ধা। ইতোমধ্যে অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারী আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারা গেছেন।
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগ শনাক্ত ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করতে পারলে দেশে সব ধরনের রোগের চিকিৎসা দেয়াই বিঘ্নিত হবে জানিয়ে চিঠিতে বলা হয়, এ অবস্থায় শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।