জুমবাংলা ডেস্ক: করোনা প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে দু’এক দিনের মধ্যেই রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়া অনুমোদন দেয়া হয়।
এছাড়াও বাংলাদেশ ও তুরস্করের মধ্যে স্বাক্ষরিত কর সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তির খসড়াও অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠকে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশের জন্য ‘জাতীয় পারমানবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা’র খসড়া অনুমোদন দেয়া হয়। পরে, মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমন রোধে সবার মাস্ক পড়া নিশ্চিত করে ঢাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


