স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক টপকে গেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং অজি তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে। ভারতের সঙ্গে দুই টেস্টে ব্যর্থ হওয়া স্মিথ নেমে গেছেন তিনে আর কোহলি আগের মতো দুইয়েই রয়েছেন।
গত দুই টেস্টের তিন ইনিংসে ৪০১ রান করা কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৯০। বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৮৭৯ ও স্মিথের ৮৭৭।
অস্ট্রেলিয়ায় ভারতের পক্ষে সর্বশেষ টেস্টে দুই ইনিংসে ৭৮ রান করেন কোহলি। এরপর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে যান ভারত অধিনায়ক। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে চার ইনিংসে ১০ রান করেছেন স্টিভ স্মিথ। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছেন কিউই দলপতি উইলিয়ামসন। ধারাবাহিক পারফর্মেন্সের পুরস্কার পেলেন তিনি। সূত্র: আইসিসি এবং ক্রিকইনফো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।