নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সড়ক প্রশস্থকরণে যারা জমি হারিয়েছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে এমনটাই আশ্বাস দিলেন গাজীপুর নগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুর নগর ভবনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সদ্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের সমালোচনা করে কিরণ বলেন, ‘তার বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতি বছর হাট-বাজার ইজারার অর্থ নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। এছাড়াও ভূমি দখল ও ক্ষতিপূরণ ব্যতিত রাস্তা প্রশস্থকরণ সংক্রান্ত অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়কে কৈফিয়ত দেননি বহিষ্কৃত মেয়র।’
নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘গত মেয়াদে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি জানি কীভাবে নগরের উন্নয়ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব কাউন্সিলর ও নেতাকর্মীদের সহযোগিতায় গাজীপুর নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।