Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হংকং এর ১০ জনকে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে তাদের সবাইকে সাত মাস থেকে তিন বছরের জেল দেওয়া হয়েছে। এর পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে।
সীমান্তে পারাপারের সাথে জড়িত প্রধান তিন জনকে তিন বছর ও দুই বছরের সাজা দেওয়া হয়েছে। বাকিদের সাত মাস করে কারদন্ড দেওয়া হয়েছে।
তাইওয়ান পালানোর সময় প্রথমে ১২ জনকে আটক করা হয়। তার মধ্যে দুজনের বয়স যথাক্রমে ১৬ ও ১৭ হওয়ায় তাদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়। সূত্র : আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।