আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র এক মাসের কিছু বেশি সময় পর মুসলমানদের পবিত্র হজ। তবে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের হজ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। পবিত্র হজ নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোন তথ্য বা ঘোষণা দেয়া হয়নি। হজ হবে কি হবে না এমন কোন কিছুই জানানো হয়নি। তবে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম এরইমধ্যে সংবাদ করেছে। কেউ জানিয়েছে ২০ শতাংশ যাত্রী নিয়ে হজ হবে আবার কেউ বা জানিয়েছে এবার হজ হবে না।
১৯৩২ সালে আব্দুল আজিজের হাত ধরে নতুন যে মডারেট সৌদিতে গঠন হয়েছে, এই শাসনকালেই হজ বাতিল হওয়ার আশঙ্কার কথা জানিয়েই গণমাধ্যমসমূহ সংবাদ করেছে। আসলে সৌদি সরকার এমন কোন ঘোষণাই এখনো দেননি। তবে বেশ কয়েকটি দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা হজ করবে না। এরমধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই। চলতি সপ্তাহেই সৌদি সরকার সিদ্ধান্ত জানাতে পারে। আর তখনই জানা যাবে হজ হবে কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।