হজ পালনে মক্কা-মদিনা যাচ্ছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম। কারণ এ সময়টিতে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনায় থাকবেন তিনি।

এ কথা জানিয়ে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন জানিয়েছেন মুশফিক।

তার সেই আবেদন মঞ্জুরও হয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেছেন, ‘হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিক থাকছে না। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

ইনজুরির কারণে উইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের দুই অন্যতম পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে ৬ উইকেটশিকারি অফস্পিনার নাঈম হাসানও ছিটকে গেছেন ইনজুরির কারণে।

এবার এ তালিকায় যোগ হলেন মি. ডিপেন্ডেবল খ্যাত তারকা মুশফিকুর রহিম।

ক্যারিবীয়দের বিপক্ষে মুশফিকের না খেলার খবর একটা বড় ধরনের ধাক্কাই বটে। অভিজ্ঞ এই তারকার সাম্প্রতিক ফর্ম তুঙ্গে। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন।

এমন একজন অভিজ্ঞ ব্যাটারকে দলে না পাওয়া দুর্ভাগ্যই বটে।

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। সফরের সূচি চূড়ান্ত না হলেও দিনক্ষণ নির্ধারণ হয়েছে।

আগামী ৬ জুন এ সফরের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

খসরা সূচি অনুযায়ী অ্যান্টিগায় প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

এ সময়টিতে হজব্রত পালনে সৌদি আরব থাকবেন 0

বেহালার পর সৌরভের মহারাজকীয় ঠিকানা, জানেন কত দাম