আন্তর্জাতিক ডেস্ক : বহুতল ভবন ভেঙে পড়লে ঘটে বহু হতাহতের ঘটনা। আর যদি একটি ওয়ার্কিং ডেতে সব মানুষসহ ভবন ভেঙ্গে পড়ে তাহলে তো কথাই নেই। ভারতের পাঞ্জাবের মোহলিতে একটি বহুতল ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশের মধ্যে বহু মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে সেদেশের উদ্ধার কর্মীরা। জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাথমিক ভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। গ্যাস কাটার দিয়ে রড কেটে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, খারার-লান্ড্রান রোডের তিন তলা ওই বহুতলের পাশের জমিতে জেসিবি মেশিন দিয়ে কাজ চলছিল। আর তা করার সময়ে আচমকা ঢেবে যায় সম্পূর্ণ বহুতল ভবনটি। এরপর কেউ বুঝে ওঠার আগেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বহুতলের ভিতরে অনেকে ছিলেন। ধ্বংসস্তুপের মধ্যে অনেকেই আটকে পড়েছে বলে আশঙ্কা তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


