স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের জাদুকর মেসিকে কাছে থেকে ছুঁয়ে দেখতে নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে মেসিকে জড়িয়ে ধরেন তিনি। হাত মিলিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গেও।
বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ম্যাচে ৮০ সেকেন্ডের মাথায় গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন মেসি। ম্যাচশেষে মেসিকে জড়িয়ে ধরতে মাঠে ঢুকে পড়েন ১৮ বছর বয়সী এক যুবক। ‘ডি’ নামের সেই যুবককে এরপর চ্যাংদোলা করে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা।
‘ডি’ নামের যুবককে নিরাপত্তাকর্মীরা ধরে নিয়ে যাওয়ার সময়ও হাসছিলেন তিনি। স্বপ্নের নায়ক মেসিকে যে একবার ছোঁয়া হয়ে গেছে তার। চীনা যুবকের সেই হাসির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিরাপত্তা কর্মীরা নিয়ে যাওয়ার পর বেজিং পুলিশ আটক করে সেই যুবককে। তবে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ডি নামের সেই যুবককে। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে চীনা এই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ জানানো হয়নি বলে কোনো শাস্তি পাননি ডি, এমনটা জানিয়েছে বেইজিং পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।