আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৫ জনকে। নিখোঁজ আছেন আরও ৯ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৈরি আবহাওয়ার কারণে গতকাল বুধবার উপকূল থেকে ৪৬ মাইল দূরে ক্যারিবিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়।
Advertisement
হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোসে ডমিংগো মেজা বলেন,দুর্ঘটনাস্থলের কাছাকাছি পোর্তো লেম্পিরা থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। জেলেদের নিয়ে ৭০ টন ওজনের নৌকাটি হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাছে কো গ্রাসিয়াস থেকে যাত্রা করে। এই জেলেরা লবস্টার (গলদা চিংড়ি) ধরতে যাচ্ছিল।
সম্প্রতি একই স্থানে জেলেদের আরেকটি নৌকা ডুবে যায়। সে সময় ৪৯ জনকে উদ্ধার করা হয়।
মাছ ধরার মৌসুম উপলক্ষে হন্ডুরাস উপকূলে অনেক নৌকা জমা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


