স্পোর্টস ডেস্ক : অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাহিরে বাংলাদেশি এই পেসার। নিজেকে জাতীয় দলে ফেরাতে বেশ চেষ্টাও চালাচ্ছেন সাইফউদ্দীন। কেবল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের চোখে পড়লেই কপাল খুলতে পারে তার। তবে জাতীয় দল নিয়ে আশা হারাচ্ছেন না তিনি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। এসম তিনি বলেন, ‘জীবনে তো উত্থান-পতন থাকে। বাদ পড়বো, আবার ভালো খেলে হয়ত দলে ঢুকবো। এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবসময় চেষ্টা থাকে ফিট থাকার। যদি ফিট থাকি, আমি পারফর্ম করবো। আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে ইনজুরি। এটা যতদিন ভালো থাকবে…আমি এখন পুরোপুরি সুস্থ এবং ফিট আমি মনে করি। যদি কন্টিনিউ খেলতে থাকি, ইনশাআল্লাহ সুযোগ আসবে।’
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলছেন সাইফউদ্দিন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪.৯৩ ইকনামি রেট আর ১৬.৮২ গড়ে ১৭ উইকেট নিয়েছেন এই পেসার। তার চেয়ে বেশি ১৯ উইকেট নিয়েছেন কেবল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারভেজ রসূল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।