স্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরেই হাঁটুর চোটে ভুগছেন মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনী ব্যস্ততার কারণে চিকিৎসা করাতে না পারায় পুরোপুরি ফিট না হয়েই বিপিএলের এবারের আসর খেলছেন তিনি। যা নিয়ে রীতিমতো সমালোচনার বন্যা বইয়ে যাচ্ছে। সবাই যখন মাশরাফিকে নিয়ে সমালোচনায় ব্যস্ত তখন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক জানালেন, পা ঠিক থাকলে পরের বছরও বিপিএল খেলতে চান।
২০১৯ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে না থাকা মাশরাফিকে মাঠের ক্রিকেটে কেবল দেখা যায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বিপিএলে। সবশেষ ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন মাশরাফি। এরপর প্রায় ৮ মাসের মতো মাঠে দেখা যায়নি তাকে। কদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ত সময় পার করায় বিপিএলের জন্য প্রস্তুতি নিতে পারেননি তিনি।
গুঞ্জন ছিল হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় বিপিএলের এবারের আসরে নাও দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। যদিও বিপিএল শুরুর আগের দিন হুট করেই বিসিবির একাডেমি মাঠে চলে আসেন মাশরাফি। যদিও অনুশীলন করেননি তিনি। টুর্নামেন্ট শুরুর আগে নিশ্চিত করা হয় মাশরাফিই সিলেটের অধিনায়ক হিসেবে বিপিএল মাতাবেন। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেনও তিনি।
ব্যাটিংয়ের নামার প্রয়োজন না হলেও বোলিং করেছিলেন ২.৩ ওভার। পেস বোলার হিসেবে তারকা খ্যাতি থাকলেও মাশরাফি এদিন বোলিং করেছেন স্পিনারদের মতো রান আপ নিয়ে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কোটার চার ওভারই বোলিং করেছেন মাশরাফি। বোলিংয়ে আগের মতো গতি না থাকার সঙ্গে ফিটনেস ইস্যুতে সমালোচনা হচ্ছে ব্যাপক। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের দিন ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে আনফিট অবস্থায় খেলা মাশরাফির সমালোচনা করেছেন আশরাফুল।
এমন অবস্থায় মাশরাফির খেলাকে ভালোভাবে নেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি মনে করেন, মাশরাফি এভাবে খেলায় বিপিএলের মান কমে যাচ্ছে। এদিকে আশরাফুলের সুরে কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। সবাই যখন পুরোপুরি ফিট না হওয়া মাশরাফি নিয়ে সমালোচনা করছেন তখন পরের আসরে খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
পরের বছর বিপিএলে খেলার ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘হতে পারে, আমার পা যদি ঠিক থাকে হতে পারে। মানে আমার মতো করেই আমি করতে চাই। গত বছর যেমন খেলেছি এবার যদি পুরোটা খেলতে পারতাম তাহলে হয়ত চিন্তা করতাম। তো যেহেতু পুরোপুরি করতে পারছি না এটা চিন্তা করব পরে।’
লম্বা সময় ধরেই জাতীয় দলে নেই মাশরাফি। আর কখনও যে ফেরা হবে না সেটা জানেন সিলেটের অধিনায়ক নিজেও। সেটাকে ইঙ্গিত করে মাশরাফি জানান, তিনি এখন বাংলাদেশের ক্রিকেটের কিছু না। তাই মাশরাফিকে নিয়ে পড়ে না থেকে আগামী ১০ বছর যারা বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেবে তাদের নিয়ে ভাবতে বলছেন।
সিলেটের অধিনায়ক বলেন, ‘টপিক শুধু আমার বিষয় না। আমারে নিয়ে বাংলাদেশ দলে…. আপনার লেখার জন্য হতে পারে মাশরাফিকে ছয়টা প্রশ্ন করলাম। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ দলে পরবর্তী ১০ বছর যারা সার্ভিস দেবে তাদের নিয়ে চিন্তা করুন। তারা কি করছে তাদের নিয়ে ভাবাটা….। মানুষ যা খায় তা খাওয়াতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কি উন্নতি হবে সেটা চিন্তা করতে হবে আপনাদের এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.