আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি হাইতিতে খাদ্য সহায়তায় ব্যাপক কাটছাঁটের ঘোষণা দিয়েছে।এ কারণে চলতি মাসে প্রায় এক লাখ লোক খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবে।
সোমবার ( ১৭ জুলাই) সংস্থাটি একজন শীর্ষ কর্মকর্তা একে ‘হৃদয় বিদারক’ বলে বর্ণনা করেন।
সংস্থাটি এক ঘোষণায় বলেছে, ‘হাইতিকে সহায়তায় জন্য বছর জুড়ে যে পরিকল্পনা করা হয়েছে । সেই বাজেটের ১৬ শতাংশ তহবিল এসেছে। এ কারণে জুন মাসের তুলনায় সহায়তা ২৫ শতাংশ কমিয়ে দেয়া হচ্ছে।’
হাইতিতে বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক জ্যাঁ মার্টিন বাউয়ার আরো বলেছেন, ‘অবিলম্বে তহবিল যোগাড় না হলে আবারো বড়ো ধরনের কাটছাঁট করতে হবে।’
বিশ্ব খাদ্য কর্মসূচি ২০২৩ সালের প্রথম ছয়মাসে হাইতির প্রায় ১৫ লাখ লোককে খাদ্য অথবা নগদ সহায়তা দিয়েছে। এর মধ্যে সাড়ে চার লাখ স্কুল শিক্ষার্থীর দুপুরের খাবারও রয়েছে। সহায়তা কমিয়ে দেয়ায় এ কর্মসূচি এখন ঝুঁকির মুখে পড়েছে।
সংস্থাটি বলছে, ‘চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত হাইতির জন্যে ১২ কোটি ১০ লাখ মার্কিন ডলার প্রয়োজন।’
এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ পরিস্থিতিকে ‘হৃদয় বিদারক’ বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, সশস্ত্র গ্রুপগুলোর কাছে থাকা অঞ্চলের নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অব্যাহত রাজনৈতিক সংকটে দেশটির ভঙ্গুর অবস্থা শোচনীয় রুপ নিয়েছে।
হাইতি বর্তমানে সহিংসতা, নিরাপত্তা হীনতা ও বহুস্তরীয় মানবিক সংকট, অর্থনৈতিক অস্থিরতা ও জলবায়ুর সংকটে পর্যুদস্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।