জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিশেষ অভিযানে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত ভোররাতে চিকনদন্ডী ইউপি এলাকার জয়নব ক্লাবের সামনে থেকে পুলিশ ধর্ষক রাশেদ (১৮)কে প্রেপ্তার করে।
অপরদিকে মির্জাপুর ইউনিয়নের গুন্ডিশাহ মাজারের পশ্চিমে মনছুরাবাদ কলোনীস্থ মালেক সর্দারের বাড়ি থেকে ধর্ষক মনির হোসেন (২৮)কে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর আঠারটিলা এলাকার মো. এজাহার মিয়ার ছেলে রাশেদ ও মির্জাপুর ইউপির গুন্ডিশাহ মাজার এলাকার মুনছুরাবাদের সিরাজুল ইসলামের ছেলে মো. মনির হোসেন। তাদের বিরুদ্ধে মডেল থানায় পৃথক পৃথক দুটি ধর্ষণ মামলা রয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, গোপন খবরের ভিত্তিতে ধর্ষণ মামলার দুই অভিযুক্তককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।