Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home হাততালি এত কম কেন, আমি তো আরো হাততালি আশা করছিলাম : শ্রোতাদের মোদি
আন্তর্জাতিক

হাততালি এত কম কেন, আমি তো আরো হাততালি আশা করছিলাম : শ্রোতাদের মোদি

জুমবাংলা নিউজ ডেস্কDecember 22, 20193 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চরম রক্ষণশীল দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভারতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদি। রক্ষণশীল হিন্দুদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। ব্যাপক জনপ্রিয়তার কারণে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন।

তার শাসনকালে বিশেষ মর্যাদা হারিয়েছে পৃথিবীর ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীর। ঐতিহাসিক বাবরি মসজিদের রায়ও নিজের দলের পক্ষে গেছে। সম্প্রতি মুসলিমবিরোধী একপেশে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। তথাকথিত অনুপ্রবেশ ঠেকাতে ভারতজুড়ে এনআরসির (জাতীয় নাগরিক নিবন্ধন) তোরজোড় শুরু হয়েছে।

এসব কারণে তিনি ‘রক্ষণশীল’ হিন্দুদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা। জনসভায় বক্তৃতা করতে গেলে সভাজুড়ে থাকে মোদির জয়ধ্বনি। মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়ে ময়দান। কিন্তু, শুক্রবার যেন তা হলো না। ছন্দপতন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, বণিকসভায় বক্তৃতা চলাকালীন হাততালির পরিমাণ কম হওয়ায় এদিন খানিকটা হলেও বিরক্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝপথে থেমে গিয়ে তিনি বলেন, ‘হাততালি এত কম কেন? আপনারা মনে হয় আমার কথা ঠিকমতো শুনছেন না।’

শুক্রবার দেশের অন্যতম বড় বণিকসভা অ্যাসোচেমের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদি। দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী মোদির সেই বক্তৃতার দিকে নজর ছিল গোটা দেশের শিল্প সমাজের। অর্থনীতির বেহাল দশা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর ছিল ব্যবসায়ীরা। মোদি তার বক্তৃতায় দেশের অর্থনীতির শোচনীয় অবস্থার কথা স্বীকার করেন। তবে এ থেকে উত্তরণে সঠিক কোনো দিশা দেননি তিনি।

উল্টো দাবি করেন, অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। বলেন, দ্রুত আমরা ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হব। পাঁচ-ছয় বছর আগে দেশের অর্থনীতি রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল। আমরা সেই পরিস্থিতি কাটিয়ে বর্তমানে অর্থনীতিকে স্থিতিশীল করতে পেরেছি।

কিন্তু, মোদির এমন বাণী আশ্বস্ত করতে পারেনি উপস্থিত ব্যবসায়ীদের। সেভাবে হাততালিও পড়ছিল না প্রধানমন্ত্রীর কথাতে। তাই, বক্তৃতা থামিয়ে কিছুটা হলেও বিরক্তির সুরে মোদিকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, ‘কী ব্যাপার! হাততালির শব্দ এত কম কেন? আমি তো আর একটু হাততালি আশা করছিলাম। আপনারা মনে হয়, অতীতের পরিসংখ্যান এখনও মনে করে রেখে দিয়েছেন। আর না হয় আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন না। শুনলে আরও বেশি হাততালি পড়ত।’

প্রধানমন্ত্রীর এই অসন্তোষ প্রকাশের পর অবশ্য আর হাততালির অভাব পড়েনি। সঙ্গে সঙ্গে বিজ্ঞান ভবন গর্জে ওঠে করতালির আওয়াজে।

বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদির মতো প্রতাপশালী নেতাকে অর্থনীতি সংক্রান্ত বক্তৃতায় হাততালি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে হচ্ছে। সেটাই কি কম উদ্বেগের বিষয়?

বর্তমানে ভালো নেই ভারতের অর্থনীতি। অটোমোবাইল, পোশাক ও নির্মাণশিল্প ধুঁকছে। বেকারত্ব ও নগদের সংকটও অতীতের রেকর্ড ভেঙেছে। এখন রিজার্ভ ব্যাংক থেকে বিপুল অর্থ নিতে হচ্ছে সরকারকে। এমন পরিস্থিতিতে আগামী পাঁচ বছরের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

কেউ কেউ বলছেন, ৭০ বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক অবস্থা এখন সবচেয়ে সংকটে। তবে এসব পরিসংখ্যানের ধার ধারেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার লক্ষ্য একটাই-২০২৫ সাল নাগাদ ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

December 14, 2025
Village

বাবা-মাকে মারধর, মাটিতে পুঁতে শাস্তি দিলো গ্রামবাসী

December 14, 2025
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন মুসলিম

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন লাখ লাখ মুসলিম

December 13, 2025
Latest News
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Village

বাবা-মাকে মারধর, মাটিতে পুঁতে শাস্তি দিলো গ্রামবাসী

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন মুসলিম

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন লাখ লাখ মুসলিম

কুয়েত নাগরিকত্ব

কুয়েতে নাগরিকত্ব নিয়ে বড় দুঃসংবাদ

মমতা মেসি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, গঠন করলেন তদন্ত কমিটি

গ্রাম

এই গ্রামের কেউই পড়েনা পোশাক, ঘুরছেন খোলা শরীরেই

চলমান সংঘাতে

থাইল্যান্ড-কম্বোডিয়ায় চলমান সংঘাতে ঝরল ২৩ প্রাণ

GF

ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা, খরচও অনেক কম

গর্ভের সন্তান থাকলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি

ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.