হারের কারণ হিসেবে এবার যা বললেন লিটন

হারের কারণ হিসেবে এবার যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিজেদের প্রিয় ফরম্যাটে পরাজয়। সেই পরাজয়টা আফগানিস্তানের বিপক্ষে। সেটিও টানা দুই ম্যাচে। ফলাফল প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে আফগানদের বধের শিকার হলো বাংলাদেশ। একম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা।

হারের কারণ হিসেবে এবার যা বললেন লিটন

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হতশ্রী বোলিংয়ের পর বাজে ব্যাটিং। সব মিলিয়ে হারটাও বাংলাদেশকে খুব বাজেভাবে উপহার দিয়েছে আফগানিস্তান। এ যেন টাইগারদের ঈদের ছুটি না কাটানোর পুরস্কার।

অতীতের মতো এই হারের পরও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিপক্ষ আরও ৩০-৪০ রান কম করলে হয়তো জয়ের মুখ দেখা যেত। নিত্যদিনের এই যুক্তির পাশাপাশি থাকে নিজের দায় এড়িয়ে অন্যের দিকে ঠেলে দেয়ার প্রবণতাও।

ব্যতিক্রম হয়নি এবারও। বাজেভাবে হারার কারণ হিসেবে এবার বোলারদের কোর্টে বল ঠেলে দিয়েছেন লিটন।

লিটন বলেন, ‘যখন আপনি টস জিতে বোলিং নেবেন… বোলাররা তাদের কাজটা করতে পারেনি। আমরা বল হাতে এবং ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে গুরবাজ এবং ইব্রাহিম (দুই আফগান ওপেনার) ব্যাট করেছে ওদের কৃতিত্ব দিতে হবে।’

তবে দায় কিছুটা টপ অর্ডারদেরও আছে বলে জানান তিনি।

লিটন বলেন, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে…, এটা কঠিন নয়। কিন্তু তার জন্য পাওয়ার প্লেতে উইকেট না দেওয়ার জন্য নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে, কারণ ওদের খুব ভালো বোলার আছে।’