মেসি, নেইমারহীন পিএসজির হার দিয়ে নতুন বছর শুরু, এমবাপে-হাকিমিকে বিশ্রামে পাঠাচ্ছেন
স্পোর্টস ডেস্ক : হার দিয়ে নতুন বছর শুরু করল লিওনেল মেসি, নেইমারহীন পিএসজি। ফরাসি লিগে বছরের প্রথম দিন ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কিলিয়ান এমবাপেদের।
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে এই মুহূর্তে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন মেসি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় রোববার ছিলেন না নেইমারও। বিশ্বকাপে সোনার বুটজয়ী এমবাপে রোববার লঁস-এর বিরুদ্ধে পিএসজিকে জেতাতে পারবেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের।
টানা ২৫ ম্যাচে অপরাজিত থাকা পিএসজি শুরুতেই ধাক্কা খায়। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই ঘরের মাঠে লঁস-কে এগিয়ে দেন প্রেজামিসল ফ্রাঙ্কোস্কি। তবে তিন মিনিট পরেই সমতা ফেরান পিএসজি-র হুগো একিতিকে। কিন্তু ২৮ মিনিটে ফের এগিয়ে যায় লঁস।
পিএসজি সমর্থকরা আশা করেছিলেন, দ্বিতীয়ার্ধে দল ঘুরে দাঁড়াবে। কিন্তু খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যেই লঁসকে ৩-১ গোলে এগিয়ে দেন আলেক্সিস মৌরিসে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে দুরন্ত হ্যাটট্রিক করা এমবাপেকে পুরো ম্যাচে কখনওই চেনা ছন্দে পাওয়া যায়নি। ৬০ মিনিটে নেওয়া তার শট বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক। গোল নষ্ট করেন পাবলো সারাবিয়াও। তার হেডও বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক।
ম্যাচের পর ম্যানেজার ক্রিস্তফ গালচিয়ের বলেন, আমি মনে করছি, এমবাপে এবং হাকিমিকে কয়েক দিনের জন্য বিশ্রাম দেওয়া প্রয়োজন। টানা ম্যাচের ধকল ওরা নিতে পারছে না। ম্যানেজার হিসেবে ওদের রক্ষা করা প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। আশা করি, বিশ্রাম পেলে ওর আবার স্বমেজাজে ফিরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।