চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট কুম এলাকায় (নদীর বাঁক) হালদা নদীর পাড়ে সুন্দর একটি বসার স্থান (হালদা চত্ত্বর) নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) সকাল ১১ টায় নয়াহাট এলাকার হালদা পাড়ে সংবাদকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়ে এই চত্ত্বরের উদ্ধোধন করেন হাটহাজারী ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন।
প্রতি বছর হালদা নদীতে মা মাছ ডিম দেওয়ার সময় এখানে সংবাদ সংগ্রহ করতে আসেন অনেক সাংবাদিক। এছাড়াও এখানে আসেন হালদা গবেষক, আসেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। হালদা নদী দেখতে ভিআইপি ব্যক্তিরাও আসেন। কিন্তু তাদের জন্য হালদা পাড়ে সুনির্দিষ্ট কোনও বসার স্থান বা ঠিকানা ছিল না এতদিন।
সংবাদ সংগ্রহ করতে এসে সংবাদকর্মীরা নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন কিন্তু এখানে বসার কোনও ব্যবস্থা না থাকায় অনেক কষ্ট পেতে হতো তাদের।
গত দুই বছর এই অবস্থা দেখে হালদা পাড়ের নয়াহাট কুম এলাকায় হালদা চত্ত্বর নির্মাণের উদ্যোগ নেন ইউএনও রুহুল আমিন। এখন থেকে এ চত্ত্বরে বসে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে পারবেন। হালদা নদী সংক্রান্ত যে কোনও সভাও এখানে করা যাবে। এক সাথে এখানে কমপক্ষে ৩০-৪০ জন বসে বৈঠক করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।