জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁও সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে দশ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলারও দাবি স্বজনদের।
রোববার (১৩ ডিসেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের আশ্রমপাড়ার বাসিন্দা ফয়সাল মাহমুদের মেয়ে সামাইয়া ফালার শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার (১২ ডিসেম্বর) রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে শিশুটিকে অক্সিজেন দেওয়ার জন্য নার্স ও চিকিৎসকদের বারবার অনুরোধ করা হলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ স্বজনদের।
শিশুটির মা বলেন, ‘আমার বাচ্চার নিঃশ্বাস নিতে কত কষ্ট হচ্ছিল। অনেকবার অনুরোধ করার পর একজন এসে দেখে বলে অক্সিজেন নাই। এরপর আমি আমার সন্তানকে আর বাঁচাতে পারলাম না। আমার বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গেছে।’
শিশুটির বাবা বলেন, ‘বাচ্চা এর কিছুক্ষণ আগেও সুস্থ ছিল। মায়ের বুকের দুধ খাচ্ছিল। হঠাৎ করে অক্সিজেনের শর্ট পড়ল। এরপর পুরো হাসপাতালে অক্সিজেনের দৌড়াদৌড়ি করেও অক্সিজেন পাই নাই।’
রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসক।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, ‘আমাদের সাধ্যমতো আমরা করেছি। আমাদের আর কিছু করার ছিল না। সিস্টারেরও কিছু করার ছিল না। অক্সিজেন আনতে ১০ মিনিট সময় তো লাগবে। আমাদের তো সেন্ট্রাল অক্সিজেন নাই যে অক্সিজেন সঙ্গে থাকবে।’
অবহেলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel