জুমবাংলা ডেস্ক: সরকারের নানামুখি পদক্ষেপের কারণে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮১ শতাংশ ডেঙ্গু রোগী।
এছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাহিরে নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির হার কমেছে। ঢাকায় নতুর রোগী ভর্তির হার কমেছে ১৪ শতাংশ এবং ঢাকার বাহিরে কমেছে ৮ শতাংশ। একই সাথে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭ শতাংশ।
আজ সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত পর্যালোচনা সভায় স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।
চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৪৩ হাজার ২৭১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ২২৫ জন। গত এক সপ্তাহে (৬ থেকে ১২ আগস্ট) নতুন ভর্তি রোগী আর ছাড়প্রাপ্ত রোগীর অনুপাত ৫১ : ৪৯।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা, এমআইএস পরিচালক ডা. সমীর কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।