বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থতা বোধ করায় কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ভৈরবের জনসভায় যোগ দিতে বাজিতপুরের পথে রওনা হয়েছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। তবে পথিমধ্যে হঠাৎ অসুস্থতা বোধ করলে তার সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে ফজলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রথমে তার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়ার পর শ্বাসকষ্ট কমে আসে।
তিনি আরও জানান, ফজলুর রহমানের প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে সব পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


