জুমবাংলা ডেস্ক: দিনাজপুরে করোনা আক্রান্তসহ বিভিন্ন অসহায় রোগীদের অক্সিজেনসহ বিনামূল্যে ওষুধ এবং সুরক্ষা সামগ্রী সেবা দিচ্ছে স্থানীয় যুবলীগ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশনা ও সহযোগিতায় জেলা যুবলীগ এই সেবাসমূহ অব্যাহত রেখেছে।
চলমান কার্যক্রমের ২৪তম দিনে আজ সদর হাসপাতাল মোড়ে বিভিন্ন রোগীর স্বজনদের হাতে এসব সেবা তুলে দেন দিনাজপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এসব সেবা দেয়ার সময় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতি ঠেকাতে আরো সচেতন হতে হবে। লকডাউনে কোন মানুষ যেন চিকিৎসাকষ্টে না ভোগে সে লক্ষ্যে বিনামূল্যে ওষুধ ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি।’
করোনা মোকাবেলায় দিনাজপুর সদরে হুইপ ইকবালুর রহিম এমপি’র পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসাসহ সব রকম সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এ ছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা এবং অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা চালাচ্ছে দলের নেতাকর্মীরা।-বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।