জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবিতে পিতার জানাজায় এসে নিজের মোবাইল ফোন খুইয়েছেন জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহবুব স্বপন। জানাজায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়রসহ একাধিক ব্যক্তির মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলা সাড়ে ১০টায় হুইপ স্বপনের পিতা পাঁচবিবি পৌর শহরের টিএনটি পাড়ার বাসিন্দা আলহাজ্ব শরীফ উদ্দিন মন্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হুইপ আবু সাঈদ আল মাহবুব স্বপন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসন চলন্ত, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিহাদ হোসেনসহ ৭ জনের মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্র।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান হুইপ মহোদয়ের একটি মোবাইলসহ ৭ জনের স্মার্ট ফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওসি জানান, জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে ফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোবাইল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় হুইপ স্বপনের পিতা রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও শরীফ উদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
হুইপ স্বপনের বাবাকে আজ মঙ্গলবার তাদের পারিবারিক কবরস্থান জয়পুরহাট সদর থানার রামকৃষ্ণপুর গ্রামে দাফন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।