
গ্রেফতার নাসির উদ্দিন মুনির হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক পদেও আছেন তিনি।
সোমবার (২১ জুন) বিকেলে তাকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের হওয়া কয়েকটি মামলার আসামি নাসির। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিন গত ২৬ মার্চ আকষ্মিকভাবে হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় ভূমি অফিসেও। তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলিতে চারজন নিহত হন। এসব ঘটনায় হাটহাজারী থানায় মোট ৯টি মামলা করা হয়। দেশজুড়ে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজাহার, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ প্রায় শ’ খানেক নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
এসব ঘটনা নিয়ে নানামুখী বিতর্কের মুখে পড়ে হেফাজত। একপর্যায়ে গত ২৫ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



