জুমবাংলা ডেস্ক : নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না হলে হেরে ‘যাবে ১৮ কোটি জনতা, হেরে যাবে বাংলাদেশ’। আজ বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমনই মন্তব্য করেছেন ইলিয়াস কাঞ্চন। দেশে বিদেশের পাঠকদের জন্য তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো…
“আমরা মনে করি নতুন সড়ক পরিবহন আইনটি যদি কোনো মহলের চাপের মুখে ব্যহত হয় এবং সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে আমরা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ, দারিদ্র্য বিমোচন ও এসডিজি (SDG) বাস্তবায়নের যে স্বপ্ন দেখছি তা আর পূরণ হবেনা। পূর্বে যেখানে ছিলাম অর্থাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আর অসহায় পরিবারের কান্না চলতেই থাকবে।
-তাই আমরা মনে করি, এই আইনের সঠিক প্রয়োগে ও বাস্তবায়নে যদি কোন মহলের চাপের মুখে সরকার মনোভাব পরিবর্তন করে তাহলে হেরে যাবে ১৮ কোটি জনতা… সেইসাথে হেরে যাবে বাংলাদেশ…।
ইলিয়াস কাঞ্চন
চেয়ারম্যান,নিরাপদ সড়ক চাই (নিসচা)।
সূত্র: কালের কন্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


