জুমবাংলা ডেস্ক: করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. আব্দুল ওয়াহাবকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) জরুরি ভিত্তিতে ময়মনসিংহ হতে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল ওয়াহাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ হতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢা কা এনে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


