জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার হোমনায় আজ জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধকমূলক কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া বাসসকে বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিকল্প আয়ের কর্ম সহায়তায় হোমনা উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝ থেকে ২০ জন মৎস্যজীবীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তবে নিবন্ধিত প্রত্যেক মৎস্যজীবীকে পর্যায়ক্রমে এ সেলাই মেশিন বিতরণ করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শাহেনুর মিয়া, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফ উদ্দিন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।