আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প ইসরাইল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনীতিতে নিয়োজিত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করেছিলেন। ইফতারের নৈশ্যভোজে অংশ নিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে।
ট্রাম্প ইসরাইল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ‘ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনীতিতে নিয়োজিত রয়েছে। সকলেই বলেছিল এটা অসম্ভব হবে।’
তিনি বলেন, ‘এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করতে যাচ্ছি।’
ট্রাম্প তাকে রেকর্ড সংখ্যায় ভোট দেয়ার জন্য মার্কিন মুসলিমদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে আপনাদের পাশে থাকব।’
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে অবকাশকেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে গাজার জনসংখ্যার স্থায়ী স্থানচ্যুতির জন্য বারবার চাপ দিয়ে দেশে-বিদেশে মুসলমানদের ক্ষুব্ধ করেছেন। অধিকার গোষ্ঠীগুলো বলেছে, ট্রাম্পের প্রস্তাব জাতিগত নির্মূলের সমতুল্য।
সূত্র : আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।