জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের ৯নং ওয়ার্ড চন্দগাতীর মহল্লার সৌখিন গবাদিপশুপালক কালা চান মিয়া। তিনি শখের বশে পালন করছেন গরু। এবারের কোরবানি হাটে বিক্রি করার জন্য যত্ন সহকারে লালনপালন করছেন বিদেশি প্রজাতির একটি ষাঁড়। ষাঁড়টির নাম দিয়েছেন ‘ধলাপাহাড়’। ষাঁড়টি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন।
ধলাপাহাড়ের মালিক কলা চান মিয়া জানান, এ বছর গো-খাদ্যের দাম বাড়ায় খুব হিমশিম খেতে হচ্ছে। এই গরুর পেছনে প্রতিদিন ৬০০-৭০০ টাকা খরচ হচ্ছে।
প্রায় ১২শ কেজি ওজনের ষাঁড়টির জন্য প্রতিদিন পরিবারের সবাই কমবেশি শ্রম দেন।
কালা চান মিয়ার চাচাতো ভাই খাইরুল ইসলাম জানান, এই গরুর দাম হাঁকা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। এর মধ্যে সিলেটের এক পার্টি ৬ লাখ টাকা দাম বলেছেন। ৭ লাখ টাকা হলে বিক্রি করা হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।