জুমবাংলা ডেস্ক : পটিয়ার উত্তর খরনার একটি মামলার সাক্ষির ওপর হামলার ১২ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পাওয়া গেছে। মৃত ওই সাক্ষির নাম তরুণ দে (৪৩)। তিনি উত্তর খরনার খীলপাড়া ২নং ওয়ার্ডের মৃত মনীন্দ্র দের ছেলে। প্রিংকা দে নামের এক শিশু মেয়ে রয়েছে তরুণ দে’র। এর আগে তার স্ত্রী মারা যাওয়ায় মেয়েটি বাবা-মা দুজনকেই হারিয়ে এখন নির্বাক হয়ে গেছে।
জানা যায়, উত্তর খরনা গ্রামের মিন্টু দে গংয়ের সঙ্গে বাসু দে গংয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এ মামলায় তরুণ দে সাক্ষি ছিলেন। মিন্টু দে অভিযোগ করেন, তরুণ দে বাসু দে’র কথামতো মামলায় সাক্ষি দিতে রাজি না হওয়ায় গত ১৭ অক্টোবর বাসু দে’র নেতৃত্বে তরুণ দে’র ওপর হামলা চালানো হয়।
এ সময় তরুণ দে গুরুতর আহত হলে তাকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এতে তরুণ দে ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মিন্টু দে জানান, তাকে লোহার রড দিয়ে কোমড় ও পায়ে আঘাত করে। সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার রাত ৮টায় তার লাশ থানায় আনা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান।
পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।