জুমবাংলা ডেস্ক : ফেনীতে ১৪৪ ধারা জারি করার পরেও প্রশাসনের চোখ এড়িয়ে বিএনপির দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে ফেনীর ওয়াপদা মাঠে জড়ো হবার চেষ্টা করেছে। পুরো শহরজুড়েই তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতির।
ফেনীতে একই সময়ে একই স্থানে যুবলীগ আর বিএনপি একসাথে সমাবেশ ডাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি করেছিলো প্রশাসন। খালেদা জিয়ার মুক্তি আর চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশের নির্ধারিত দিন ছিলো অবশ্য আগেরদিন মঙ্গলবার। তবে সাবেক এমপি জয়নাল হাজারির দাফনকার্যের জন্য ঐদিন সমাবেশ স্থগিত করে আজকে করার সিদ্ধান্ত জানায় তারা।
এরই মধ্যে ফেনীর ওয়াপদা মাঠেই আজ বুধবারই কর্মিসভার প্রচারনার ঘোষনা দেয় যুবলীগ। বিপক্ষ দুই দলের সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির আশংকায় ঐ স্থানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
সমাবেশ স্থলে ১৪৪ ধারা কার্যকর করতে শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এতো কড়াকড়ির মধ্যেও সকাল ১০টার দিকে শহরের ইসলামপুর রোডের মাথায় বিএনপির একটি সমাবেশের চেষ্টা করে। আইনশৃংখলা বাহিনী সেখানে বাঁধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসভা হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে সাবেক এমপি জয়নাল হাজারীর এদিন দাফন হওয়ায় জনসভা পিছিয়ে বুধবার নেয়া হয়।
বিএনপির নেতা কর্মীদের পক্ষ থেকে বলা হয়, ওয়াপদা মাঠে সমাবেশের জন্য তাদের অনুমতি দেয়া হয়েছিল। অনুমতি প্রাপ্তির পরই তারা মাঠ সাজিয়েছেন। সরকারের পক্ষ থকে তাদের সমাবেশ বানচাল করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।