
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনার সংক্রমণ ঠেকাতে চলছে মাসব্যাপী লকডাউন। বন্ধ রয়েছে যাবতীয় গণজমায়েত। এমনই প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতো সেখানে শুরু হয়েছে মাহে রমজান। প্রতিবছর রমজানে ইফতার ও তারাবির নামাজে মসজিদগুলোতে যেমন লোক সমাগম থাকে। এবার সে রকম নেই।
ভারতের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি হলো দিল্লির ঐতিহাসিক জামা মমজিদে। কয়দিন আগেও নাগরিকত্ব বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় আসে নামটি।
ভারতীয় গণমাধ্যম বলছে, ১৬৩ বছরের মধ্যে এই প্রথমবার দিল্লির ঐতিহাসিক এই মমজিদে এমন দৃশ্য দেখা গেল। এর আগে কখনো এমন ছবি আগে দেখেনি ভারত। রমজানের প্রথমদিন গতকাল শনিবার খাঁ খাঁ করছিল মসজিদ প্রাঙ্গণ।
সেই ১৮৫৭ সাল থেকে এই মসজিদে রমজান মাসে ভিড় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এখানেই হয় ইফতার, তারাবির নামাজ। আজ সে সবই বন্ধ।
খবরে বলা হয়েছে, প্রতি বছর এই সময় জামা মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসেন। কিন্তু এ বছর রমজান পালিত হচ্ছে ঘরবন্দি অবস্থায়। প্রশাসনের নির্দেশে যাবতীয় গণজমায়েত বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। তাই আজ ঐতিহাসিক জামা মসজিদে শূন্যতার ছবি।
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে প্রায় সাড়ে ২৬ হাজার লোক আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৮২৫ জন। সেইসঙ্গে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৬ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



