১৬ বছরের তরুণীকে বিয়ে করলেন ৬৫ বছরের মেয়র

১৬ বছরের তরুণীকে বিয়ে করলেন ৬৫ বছরের মেয়র

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের একটি আঞ্চলিক শহরের একজন বয়স্ক মেয়রের ১৬ বছর বয়সী মেয়ের সাথে বিয়ে একটি বড় বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী দিন তার স্ত্রীর মা তথা শাশুড়িকে শহরের সংস্কৃতি ও পর্যটন সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

১৬ বছরের তরুণীকে বিয়ে করলেন ৬৫ বছরের মেয়র

জানা গেছে, ১৩ এপ্রিল ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার আরৌকরিয়া শহরের মেয়র ৬৫ বছর বয়সী হোসাম দাহিনি তার তার থেকে ৪৯ বছরের ছোট, ১৬ বছর বয়সি একটি মেয়েকে বিয়ে করেন।

উল্লেখ্য যে, ব্রাজিলে বিয়ের বৈধ বয়স হল ষোল বছর, আর বয়স্ক মেয়রের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বিয়ের পরদিন মেয়ের মাকে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল পদ দেওয়ার জন্য। এ ব্যাপারে পারানা রাজ্যের প্রসিকিউটর অফিসও তদন্ত শুরু করেছে। সূত্র : জং নিউজ।