জুমবাংলা ডেস্ক : প্রায় ১৬ বছর পর ধর্ষণ মামলায় জালাল উদ্দিন নামে এক আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দীন এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন চকরিয়া পৌর এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার।
তিনি জানান, আসামি জালাল উদ্দিন মামলার বাদীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে আর বিয়ে করেনি। তার একটি ছেলে সন্তানও জন্মগ্রহণ করে। সেই ছেলে সন্তানের বয়স বর্তমানে ১৫ বছর।
তিনি জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পর মামলার রায় পেয়ে সন্তুষ্ট বাদীপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।