স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরকে সামনে রেখে ঘাটছাঁট বেধে নেমেছে অংশগ্রহণকারী দলগুলো। সে ধারাবাহিকতায় কলকাতা নাইট রাইডার্স তাদের মালিকানায় নতুন সংযোজন এনেছে।

জানা গেছে, এবার কেকেআরে আসছে তরুণ নেতৃত্ব। জুহি চাওলা আর জয় মেহতা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তাদের কন্যা জানভি মেহতার হাতে, যে কিনা মাত্র ১৮ বছরে পা দিয়েছে।
জানভি অবশ্য আইপিএলে একেবারে নতুন মুখ নন। বছর দুয়েক আগেই আইপিএলে পরিচিত হন জুহি-কন্যা। আইপিএলের খেলোয়াড় নিলামে দর কষাকষি করার অভিজ্ঞতাও আছে তার।
অল্প বয়সেই জানভির মতো একজনের এত বড় দায়িত্বে আসাও অবশ্য আইপিএলের চমক নয়। ইতিমধ্যেই রিল্যায়েন্স গ্রুপ পরিচালিত দল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মালিকানা বুঝিয়ে দিয়েছে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে।
প্রসঙ্গত, আসন্ন আসরের আগে আরো একটি পরিবর্তন এনেছে কেকেআর। গেল পরশু দলটির কোচ থেকে ছাঁটাই করা হয়েছে জ্যাক ক্যালিসকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



