Advertisement
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ বাংলাদেশিকে ঠেলে পাঠায়। বিজিবি সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, ভোরে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়।
আটককৃতদের মধ্যে নারী ছয়জন, পুরুষ ১০ জন ও শিশু তিনজন রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং কারাগারে সাজা ভোগ করেছেন।
বিজিবি অধিনায়ক জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।