Advertisement
স্পোর্টস ডেস্ক : ১ অক্টোবর থেকে নেওয়া হবে ক্রিকেটারদের বিপ টেস্ট। নির্বাচকরা বিপ টেস্টের পাস নম্বর রেখেছেন ১১। গত আসরে যেটা ছিল ৯। বিপ টেস্টে পাশ করলেই ক্রিকেটারদের মিলবে জাতীয় লিগে খেলার অনুমতি। নতুন এ নিয়মে দল পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন একাধিক ক্রিকেটার।
অনুশীলন শুরু করা আশরাফুল গণমাধ্যমে আজ বলেছেন, ‘বিপ টেস্টে ১১ তুলতে হলে নিয়মিত অনুশীলন করতে হয়। যারা জাতীয় দল কিংবা এইচপিতে আছে, তারা এটা অনায়াসে করে ফেলে। আমরা যারা বাইরে আছি তাদের জন্য একা একা অনুশীলন করা কষ্টকর।’
‘আমাদের অফ সিজনে অনুশীলনের সুযোগও থাকে না। আমি বলছি না এটা ভালো সিদ্ধান্ত নয়। আমাদেরকে নিয়ে যদি ১৫ দিনের একটা ক্যাম্প করানো হতো, তখন বিপ টেস্ট কিছুই মনে হতো না। গতবার আমার নিজের বিপ টেস্ট রেজাল্ট ছিল ১১.৪।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।