অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সামনে বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনার ফলে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়ে পড়ছে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলায় পরিবশে নোংরা হচ্ছে। এসব বর্জ্য অপসারণের কোনও ব্যবস্থা না থাকায় গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা গেছে, ফুলবাড়ী থানা সংলগ্ন ও ফুলবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পচাঁ আর্বজনা খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। পচাঁ বর্জ্যগুলো প্রায় এক বছর ধরে পড়ে আছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই সব পচাঁ আর্বজনাগুলো দেখার পরেও জনবসতি এলাকা থেকে দূরবর্তী কোনও স্থানে ফেলার ব্যবস্থা করেনি। দুর্গন্ধে পাশ্ববর্তী দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিক্ষার্থীর অসুস্থ্য হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও শিশু কানন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও পথচারীরা মূখ বন্ধ করে ওই পথে যাওয়া আসা করছে।
এদিকে ফুলবাড়ী বাজারের ময়লা আবর্জনা অপরিকল্পিতভাবে সড়কের পাশে ফেলা রোধে সঠিক কোনও উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ফুলবাড়ী প্রেসক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়রা একাধিকবার ময়লা আবর্জনাগুলো সড়ানোর তাগিত দিলেও কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদ ও মেহেদী হাসান জুমবাংলাকে জানান, বহুদিন ধরে এসব ময়লা আর্বজনাগুলো প্রেসক্লাবের সামনের সড়কের পড়ে আছে। ময়লা আর্বজনার দুর্গন্ধে এ পথ দিয়ে স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। তারা এসব ময়লা আর্বজনা দ্রুত সরানোর দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন জুমবাংলাকে জানান, যেখানে সাংবাদিকরা প্রেসক্লাবে নিয়মিত বসে রিপোর্টসহ বিভিন্ন মিটিংয়ের কার্যক্রম চলে। সেই সাথে দুই প্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিনই এ পথ দিয়ে যাতায়াত করে। সেই প্রেসক্লাবের সামনের সড়কে র্দীঘ দিন ধরে ময়লা আর্বজনাগুলো পড়ে আছে। তবে যারা এসব আবর্জনা এখানে ফেলেছে তারা কাজটি ঠিক করেনি। যেকোন সময় দুর্গন্ধে স্কুলের শিক্ষার্থীসহ অনেকেই অসুস্থ হওয়ার আশঙ্কা করছে। তাই দ্রুত ময়লা আবর্জনাগুলো সড়ানোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
ফুলবাড়ী হাটের ইজারাদার এমদাদুল হক মিলন জুমবাংলাকে জানান, হাটের ঝাঁড়দারকে ওই স্থানে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। দুর্গন্ধ যাতে না ছড়ায় সেজন্য কয়েক দিনের মধ্যেই প্রেসক্লাবের সামনের সড়কে ময়লা আর্বজনাগুলো বালু দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হবে।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ-হারন জুমবাংলাকে জানান, পঁচা আবর্জনাগুলো যাতে দুর্গন্ধ না ছড়ায় সেজন্য আজকালের মধ্যেই ট্রলি দিয়ে বালু অথবা মাটি ফেলানো হবে। আর যাতে সেখানে ময়লা আর্বজনা না ফেলে সেই ব্যবস্থাও করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাছুমা আরেফিন জুমবাংলাকে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট ইজারাদারকে ময়লা আবর্জনাগুলো দ্রুত পরিস্কারের নির্দেশ দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।