২২ বছরের সেই ছেলেটি ধোনিদের সামনেই হয়ে উঠলেন ক্রিকেটার

ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ টি ম্যাচও সম্পূর্ণ হয়নি, তারই মধ্যে একটি তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসলে আমরা যে খেলোয়াড়ের কথা বলছি তিনি আর কেউ নন, লখনউ সুপার জায়ান্টসের ২২ বছর বয়সী প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার আয়ুশ বাদোনি।

ক্রিকেটার

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করে সবার মন জয় করেছেন বাদোনি। ম্যাচে দলের ২৯/৪ স্কোরে ব্যাট করতে নেমে মাত্র ৪১ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৪ রানের স্মরণীয় ইনিংস খেলেন বাদোনি। সেই ম্যাচে যদিও লখনউ জয় পায়নি, কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বড় রান তাড়া করার সময় ৯ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। আইপিএল ইতিহাসে নিজের দীর্ঘমেয়াদী ছাপ ছাড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।

বাদোনির ঝড়ো ইনিংস দেখার পর ক্রিকেট ভক্তরা প্রতিনিয়ত এই খেলোয়াড়ের খুঁটিনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এদিকে, আজকের এই প্রবন্ধে আমরা জানবো বাদোনির নেট ও ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে। আয়ুশ বাদোনি একজন ভারতীয় ক্রিকেটার। ২০২০-২১ মরশুমের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ১১ই জানুয়ারী ২০২১ তারিখে দিল্লির হয়ে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। তিনি মূলত উত্তরাখণ্ডের বাসিন্দা। তবে তিনি দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেন।

বড় বিপদ থেকে বেঁচে গেলেন মালাইকা

আয়ুশ বাদোনি তার ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে খেলার মধ্যে দিয়ে। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার যুব টেস্ট ম্যাচে তিনি খুব ভালো পারফরম্যান্স করেছিলেন। এরপরই প্রথমবার শিরোনামে আসেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ যুব টেস্ট ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এই প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার। বোলিং ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আয়ুশ। এই অলরাউন্ডার প্লেয়ারের মোট সম্পত্তির পরিমাণও বিশাল। wikispro.com অনুসারে, আয়ুশের মোট সম্পদ এক মিলিয়ন ডলার থেকে পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে।