Advertisement
জুমবাংলা ডেস্ক: ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে লাইনচ্যুত তেলবাহী ৭টি ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গতকাল থেকেই উদ্ধারকারী ট্রেন কাজ শুরু হয়। রেল, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হওয়ায় যোগাযোগ স্বাভাবিক করতে সময় লাগে বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে এ ঘটনায় আশেপাশে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে ভিড় করেন অনেকে। অন্যদিকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে রেলওয়ে। শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে তেলবাহী ট্রেনটি সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়েছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



