জুমবাংলা ডেস্ক : বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতংয়ে ২৮টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। একের পর এক পাহাড় কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তাদের জরিমানা করা হয়। এসব ইটভাটা থেকে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটাগুলো থেকে জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ের পরিচালক মফিদুল আলম প্রেরিত এক বার্তায় জানা যায়, বান্দরবানের লামার ফাইতংয়ে অবস্থিত ডিবিএম ব্রিক্সকে ৫ লাখ টাকা, এ এম আর ব্রিক্সকে ৪ লাখ টাকা, এম এইছবি ব্রিক্সকে ৪ লাখ ৬০ হাজার টাকা, এমবিএস ব্রিক্সকে ৪ লাখ ৪০ হাজার টাকা, ওয়াই এসবি ব্রিক্সকে ১ লাখ টাকা, ইউ এম বি ব্রিক্সকে ৫ লাখ ১০ হাজার টাকা, বিবিএম ব্রিক্সকে ৩ লাখ ২০ হাজার টাকা, ফোর বিএম ব্রিক্সকে ১ লাখ ৮০ হাজার টাকা, এস বি ডাব্লিউ ব্রিক্সকে ৫ লাখ টাকা, এমএমবি ব্রিক্সকে ৪ লাখ টাকা, এফ এ সি ব্রিক্সকে ৫ লাখ টাকা, ফাইভ বিএম ব্রিক্সকে ৪ লাখ ৮০ হাজার টাকা, এবিসি ব্রিক্সকে ৩ লাখ টাকা, থ্রি বিএম ব্রিক্সকে ৪ লাখ ৭০ হাজার টাকা, ইবিএম ব্রিক্সকে ১ লাখ টাকা, এসএবি ব্রিক্সকে ৩ লাখ ৬০ হাজার টাকা, এন আর বি ব্রিক্সকে ২ লাখ টাকা, কেবিসি ব্রিক্সকে ৪ লাখ ৫০ হাজার টাকা, এসকেবি ব্রিক্সকে ৩ লাখ ৩০ হাজার টাকা, ইউবিএম ব্রিক্সকে ৪ লাখ ৭০ হাজার টাকা, এবিসি-৩ ব্রিক্সকে ৫ লাখ ৫০ হাজার টাকা, এসবিএম ব্রিক্সকে ২ লাখ ৮০ হাজার টাকা, এএমবি ব্রিক্সকে ৩লাখ ২০ হাজার টাকা, এমবিআই ব্রিক্সকে ৫ লাখ ১০ হাজার টাকা, এইছবিএম ব্রিক্সকে ৪ লাখ ২০ হাজার টাকা, টিএইছবি ব্রিক্সকে ১ লাখ টাকা, বিবিসি ব্রিক্সকে ৭ লাখ টাকা, এবিএম ব্রিক্সকে ৫ লাখ টাকা। ২৮টি ইটভাটায় সর্বমোট ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রসঙ্গত, বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় পাহাড় কেটে এবং বনের মধ্যেই প্রায় ৫০টি অবৈধ ইটভাটা গড়ে উঠে। সেসব ইটভাটায় বছরের পর বছর ধরে বনের কাঠ সাবাড় করে পুড়ানো হয় ইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।