স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে চলছে ‘দ্য সিক্সটি’ নামে নতুন এক ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে পুরুষদের পাশাপাশি চলছে নারীদের আসরও। নারীদের টুর্নামেন্টে ২ বলে হ্যাটট্রিক তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের আমেরিকান বোলার গীতিকা কোডালি। প্রথম খেলোয়াড় হিসেবে সিক্সটিতে হ্যাটট্রিক করলেন তিনি।
বৃহস্পতিবার বার্বাডোজ রয়ালস নারী দলের মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) মেয়েরা। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেটে ৯২ রান সংগ্রহ করেছিল বার্বাডোজ রয়ালস।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বার্বাডোজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে হ্যালি ম্যাথিউজকে আউট করেন গীতিকা। পরের বলে কোল ট্রাইয়নকে সাজঘরে পাঠান এই মিডিয়াম পেসার। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে লেগ সাইডের বাইরে বল করেন, যা দুর্দান্তভাবে ধরেন উইকেটরক্ষক কাইসিয়া নাইট। ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্প ভেঙে দেন, স্ট্যাম্পিং আউট। ওয়াইড বল হলেও হ্যাটট্রিক সম্পূর্ণ করেন গীতিকা। অর্থাৎ দুটি বৈধ বলে ৩টি উইকেট নেন তিনি।
USA's Geetika Kodali creates HISTORY!
Becomes first bowler to take a hat-trick in The 6ixty tournament.
👆🏼Hayley Matthews
👆🏼Britney Cooper
👆🏼Chloe Tryon#CricketTwitter | #The6ixty | @usacricket pic.twitter.com/euspUpGEuV— Female Cricket (@imfemalecricket) August 26, 2022
দুই ওভারে ৯ রানে ৩ উইকেট নেন গীতিকা। দ্বিতীয় ওভারের সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বার্বাডোজ। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৬৩ রানের বেশি তুলতে পারেনি বার্বাডোজের মেয়েরা। ফলে তারা ম্যাচটি হারে ২৯ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।