Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের করিষা গ্রামের পুরোনো একটি পুকুর সংস্কারকালে ৩০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। মূর্তি দেখার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে।
বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের করিষা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, করিষা গ্রামে একটি পুকুর সংস্কারকালে মূর্তি দেখার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি কালো বর্ণের এবং এর ওজন আনুমানিক ৩০ কেজি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। মূর্তিটি রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।