স্পোর্টস ডেস্ক : আজ রবিবার (২ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে (Mount maunganui bay oval) সিরিজের দ্বিতীয় দিনে নিউ জিল্যান্ডকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। এদিন প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মুমিনুল হকের আক্রমণে কিউইদের ৩২৮ রানে অলআউট করেছে সফরকারীরা।
দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে দলীয় ফিফটির আগে এই জুটি ভাঙেন নিল ওয়াগনার।
২২ রানে কিউই পেসারের বলে তাকে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান (২২)। ওপেনিং সতীর্থকে হারালেও নাজমুল হাসান শান্তকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৮৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন জয় (৪০) ও শান্ত (২১)। নিউজিল্যান্ডের চেয়ে সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৪১ রানে। চলছে দিনের তৃতীয় সেশনের খেলা।
এর আগে গতকাল প্রথম টেস্টের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করে নিউ জিল্যান্ড। তার সঙ্গে আজ ৭০ রান যোগ করে ব্ল্যাকক্যাপসরা।
এদিকে দাপুটে বোলিংয়ে শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন সমান ৩টি করে উইকেট। মুমিনুল হকের দখলে ২টি এবং এবাদত হোসেন নিয়েছেন ১ উইকেট।
৫ উইকেট হারিয়ে ২৫৮ রানের সংগ্রহ নয়ে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দিনের শেষ বলে উইকেট হারায় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। দ্বিতীয় দিন সকালে রাচিন রবীন্দ্রকে শিকার করে দিনের প্রথম উইকেটটি শিকার করেন শরিফুল ইসলাম। তারপর কাইল জেমিসনকে শিকার করে ম্যাচে নিজের প্রথম উইকেটটি পান মিরাজ। দুই ওভার পরেই একই ওভারে টিম সাউদি ও নেইল ওয়াগনকে শিকার করেন এই স্পিনার।
দ্বিতীয় দিন সকালে হেনরী নিকোলস একাই লড়াই করেন। তার ব্যাট থেকে আসে ৭৫ রান। তাকে শিকার করে নিউ জিল্যান্ডকে অলআউট করেন মুমিনুল। নিকোলস ছাড়া দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। মধ্যাহ্ন বিরতির আগেই নিউজিল্যান্ড অলআউট হয় বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে সর্বনিম্ন ৩২৮ রানে।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ভালো বোলিং করলেও উইকেটের দেখা পাননি। তিনি ২৬ ওভারে ৭ মেডেনে খরচ করেছেন ৭৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.৩ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।
কাঁচা বাদাম গানের তালে ড্যান্স দিয়ে ফের ঝড় তুললেন ভুবন বাদ্যকর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।