স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে ১৯৮৬ সালে। এরপর আরও দুইবার (১৯৯০ ও ২০১৪) বিশ্বকাপের ফাইনালে খেলে তারা। কিন্তু দুইবারই স্বপ্ন ভাঙে আলবিসেলেস্তাদের। অবশেষে অবসান ঘটলো ৩৬ বছর অপেক্ষার। মেসির হাতে উঠলো বিশ্বকাপের ট্রফি। আর্জেন্টিনা জিতলো তাদের তৃতীয় শিরোপা।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ফ্রান্স। হাইভোল্টেজ ম্যাচটিতে ছয় গোল হলেও এর ফলাফল আসে টাইব্রেকারে। ১২০ মিনিটের খেলায় উভয় দল একে অপরের জালে তিনটি করে বল জড়ায়।
এতে সমতায় শেষ বাঁশি বাজলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় মেসিরা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো।
বিশ্বকাপ জিতে সোনালী ট্রফির পাশাপাশি কত টাকা পেল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ে ফিফা থেকে চ্যাম্পিয়ন হিসেবে ৪২ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪০ কোটি টাকা পেল মেসিরা। এছাড়া রানার্সআপ ফ্রান্স পেল ৩০ মিলিয়ন বা প্রায় ৩১৬ কোটি টাকা। (১ ডলার সমান ১০৪.৫৯ টাকা ধরে)।
কথা রাখলেন মাসুদ, ভুনা খিচুড়ি খাওয়ালেন দেড় হাজার আর্জেন্টাইন সমর্থককে
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.