৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

মেট্রোরেল

মেট্রোরেলজুমবাংলা ডেস্ক : মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য তিনদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে যথারীতি মেট্রোরেল চলবে। আর ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। সেই সঙ্গে ১৪ ও ১৫ অক্টোবর দুইদিন সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য বন্ধ মিলিয়ে টানা তিনদিন মেট্রোরেলের সুবিধা পাবেন না নগরবাসী।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সমকালকে বলেন, উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া হবে। আর এই কাজটা করতে হলে তিনদিন সময় দরকার। তাই তিনদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার