
স্পোর্টস ডেস্ক: সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ চোট থেকে সেরে ওঠার জন্য কয়েকদিন ধরে সুইডেনে ছুটি কাটাচ্ছেন। জন্মভূমিতে ফিরেই এসি মিলানের হয়ে লড়াইয়ে নামার জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে নেমে পড়েছেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার।
তবে এরই মধ্যে আবারও সংবাদের শিরোনাম ইব্রাহিমোভিচ। এবার খবর হয়েছেন সম্প্রতি এক বনভূমি কেনার জন্য। ৩ মিলিয়ন ইউরোতে ১০০০ হেক্টরের বেশি আয়তনের এক বনভূমি কিনেছেন তিনি। এই বনভূমি অবস্থিত সুইডেন ও নরওয়েজিয়ান সীমান্তে। এখানে ইব্রা তার প্রিয় শখ মাছ ধরা, শিকার এমনকি স্কেটিং করেও সময় পার করতে সক্ষম হবেন।
পিএসজি ও বার্সেলোনার সাবেক তারকা এই বনভূমিতে বিশ্রাম নিতে পারবেন তার পরিবারের সঙ্গে। পুনরায় মিলানে যোগ দেওয়ার পর থেকে স্টকহোমে আছে তার পরিবার।
ইতোমধ্যে সুইডেনে অনেক জায়গার মালিক ইব্রাহিমোভিচ। যেখানে তিনি শিকার ও মাছ ধরে অবসর সময় কাটান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।