জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থ ও খাদ্য সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে চাঁদপুরের মতলব বাজারের এক ব্যবসায়ী ৪০টি দোকান ও ৬টি ফ্ল্যাটের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. লোকমান হোসেন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের (মা আমেনা টাওয়ার) ৪০টি দোকান, আবাসিক ভবনের (মা আমেনা হাউজিং লিঃ) ৪টি ফ্ল্যাট ও তার নিজস্ব বাসভবনের ২টি ফ্ল্যাটের ভাড়াটিয়াদেরে মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন।
মো. লোকমান হোসেন বলেন, আমার মার্কেটের দোকানগুলো বন্ধ থাকায় মালিক-কর্মচারীদের পরিবার কষ্টে দিনাতিপাত করছেন। তারা অনেকেই দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। বেচা-কেনা না হলে নিজেরা চলবে কীভাবে ও কর্মচারীদের বেতন দেবেই বা কীভাবে? এছাড়া আবাসিক ভবনের বাড়ি ভাড়াও দিতে হবে না বলে ভাড়াটিয়াদের জানিয়ে দিয়েছি।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি মাসের ভাড়াও মওকুফের বিষয়ে চিন্তা করা হবে।
মার্কেটের ব্যবসায়ী দাদন ফরাজী বলেন, এই দুর্যোগ মুহূর্তে আমাদের ব্যবসা বন্ধ থাকায় মালিকপক্ষ ভাড়া মওকুফ করে ব্যবসায়ীদের অনেক উপকার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


