জুমবাংলা ডেস্ক: ৪৩তম বিসিএসের ক্যাডার পদে মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে ২২ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানানো হয়।
গতকাল পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯-এর সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে লিখিত পরীক্ষা সাময়িক উত্তীর্ণ প্রার্থীদের ৫ হাজার ৮১৮ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে হবে।
এই বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়।
শ্রীলঙ্কায় ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আলোচিত কোম্পানি আদানি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।