স্পোর্টস ডেস্ক: ৪৪ বছরের পুরনো বিশ্বরেকর্ড নিজের করে নিলেন মুস্তাফিজ! লর্ডসে বিশ্বকাপের বিদায়ী ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে তিনি অবশ্য খুব খরুচে ছিলেন। রান দিয়েছেন ৭৫। কিন্তু এতে বিশ্বরেকর্ড হওয়া আটকানো যায়নি। গত ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে ৫৯ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। এতেই ৪৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ।
বিশ্বকাপের মত বড় মঞ্চে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কীর্তি এতদিন ছিল অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার প্রয়াত গ্যারি গিলমোরের। ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে পরপর দুই ম্যাচে ৫ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন। ১৯৭৫ সালের ১৮ জুন লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ ওভারে ১৪ রানে ৬ উইকেট নেন গিলমোর। এরপর ২১ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ওভারে ৪৮ রানে ৫ উইকেট নেন তিনি।
যার মাধ্যমে বিশ্বকাপ মঞ্চে পরপর দুই ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন গিলমোর। ৪৪ বছর পর গিলমোরের রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের মুস্তাফিজ। তবে দ্য ফিজের এই রেকর্ডের দিনে জিততে পারেনি বাংলাদেশ। বাজে ফিল্ডিং, ধারহীন বোলিং আর দৃষ্টিকটূ সব শটে আউট হয়ে এক দশক আগের বাংলাদেশ দলের স্মৃতিই ফিরিয়ে এনেছে ক্রিকেটাররা। হারতে হয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।